ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খেলার সাথীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু সানজিদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
খেলার সাথীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো শিশু সানজিদার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার পিরতলা গ্রামে মাথাভাঙ্গা নদীতে ডুবে সানজিদা খাতুন (০৪) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মাথাভাঙ্গা নদীর পিরতলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।  

সানজিদা খাতুন পিরতলা গ্রামের শাহাজামাল আলীর মেয়ে।

 

সানজিদার মা সাজেদা খাতুন বাংলানিউজকে জানান, প্রতিবেশি আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম ও সানজিদা তার বাবার সঙ্গে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে আরিফুল নদীর পাড় থেকে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় সানজিদা তাকে বাঁচাতে গেলে সেও পানিতে পড়ে যায়। পরে দুইজনকে উদ্ধার করে  প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করলে সানজিদা মারা যায়।

কাজীপুর ইউনিয়নের পিরতলা গ্রামের মেম্বর আব্দুর রশিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।