ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাকচাপায় সুজন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী ও তার ছেলে ইয়াসিন (৬) নিহত হয়েছেন।

রোববার (২১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

চৌড়াহাস হাইওয়ে ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জয়ুনল ইসলাম বাংলানিউজকে জানান, ছেলেকে সঙ্গে নিয়ে সুজন দুপুরে হরিণাকুন্ড থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষগাড়ি এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই সুজন মারা যান। এসময় আহত হয় তার ছেলে ইয়াসিন। পরে স্থানীয়রা ও পুলিশের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।  
 
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ইয়াসিনকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।  

নিহত সুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮/আপডেট সময়: ২০২২ ঘণ্টা
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।