ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৫ দিনে বরিশালে ৬৩৭ জেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
১৫ দিনে বরিশালে ৬৩৭ জেলের কারাদণ্ড

বরিশাল: প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সমুদ্র ও নদীতে গত ৭ অক্টোবর থেকে ২২দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুরু হওয়া এ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৫ দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় ৬৩৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

পাশাপাশি এ পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার ৯০০ টাকা জরিমানা হয়েছে এবং ৫ হাজার ৯ কেজি ইলিশ ও প্রায় ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান।

তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে রোববার (২১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ২১৩টি অভিযান ও ৬৫৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর অনুকূলে ৫৬১টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।