শুরু হওয়া এ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৫ দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় ৬৩৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
পাশাপাশি এ পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার ৯০০ টাকা জরিমানা হয়েছে এবং ৫ হাজার ৯ কেজি ইলিশ ও প্রায় ২০ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান।
তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে রোববার (২১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ২১৩টি অভিযান ও ৬৫৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর অনুকূলে ৫৬১টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএস/এএটি