যার মধ্যে রয়েছে ২টি বিস্ফোরিত হাতবোমা (ককটেল), ২টি অবিস্ফোরিত হাতবোমা (ককটেল) ও ৩টি পেট্রোলবোমা।
রোববার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, স্থানীয়রা বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের একপাশে ২টি হাতবোমা দেখতে পায়। এ সময় সেখান থেকে আরো ২টি অবিস্ফোরিত হাতবোমা এবং ৩টি পেট্রোলবোমা পাওয়া যায়।
তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তারা এসে বিষয়টি দেখবেন।
জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএস/জেডএস