এরমধ্যে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১৮ উত্থাপন করে ২৪ ঘণ্টার মধ্যে বিলের ওপর আলোচনা করে সংসদে রিপোর্ট দেওয়ার অনুমোদন চান শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
এছাড়া দু’টি বিল উত্থাপন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
রোববার (২১ অক্টোবর) রাতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব বিল সংসদে উত্থাপিত হয়। পরে অধিকতর পরীক্ষ-নিরীক্ষার জন্য বিলগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
জনগুরুত্বপূর্ণ এসব বিলের মধ্যে রয়েছে- সরকারি চাকরি বিল ২০১৮, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিল ২০১৮, বাংলাদেশ শিশু একাডেমি বিল ২০১৮, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল ২০১৮, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৮ ও মৎস্য সঙ্গনিরোধ বিল ২০১৮। এছাড়া বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৮ পাস হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসএম/এসকে/জেডএস