ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেফতার ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেফতার ৮ ডিবি পুলিশের হাত গ্রেফতার আসামিরা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে মোবাইল ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পরিবর্তনকারী চক্রের তিন সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলা ডিবি কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন- সিদ্দিক মিয়া (৩৬), আরিফ মোল্লা (৩৫), মালেক মিয়া (২৮), মহরম আলী সরকার (২৮), সাইদুল ইসলাম (২৪) এবং আইএমইআই এর নম্বর পরিবর্তনকারী চক্রের নাঈম মিয়া (২২), রুহুল (২৬) ও ওমর ফারুক শুভ (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, জেলার ভালুকা ‍উপজেলায় অভিযান চালিয়ে মেহেরবাড়ী এলাকা থেকে নগদ ৯শ' টাকাসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শনিবার (২০ অক্টোবর) নগরীর গাঙ্গিনারপাড়ের প্রেস ক্লাবের মোড় থেকে মোবাইল চোর ও আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের তিন সদস্যকে বিভিন্ন কোম্পানির সাতটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।