রোববার (২১ অক্টোবর) রাতে অ্যাডভোকেট মাকসুদা বেগম বেবি বাদি হয়ে মামলাটি করেন। পরে তা আমলে নিয়ে সমন জারি করেন আদালত।
এজাহার থেকে জানা যায়, গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। এ সময় মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে, সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব আপনি করছেন কি-না?’ এর জবাবে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য ধন্যবাদ দিচ্ছি। আপনি ‘চরিত্রহীন’ বলে আমি মনে করতে চাই। ’
তার এ কটূক্তি মানহানিকর। তাই মামলাটিতে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
অ্যাডভোকেট মাকসুদা বেবির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট জাকিয়া সুলতানা সুইটিসহ পাঁচ আইনজীবী।
কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বাংলানিউজকে বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সমন জারি করেছেন। সমনে তাকে আসছে ২২ নভেম্বর আমলি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এফইএস/টিএ