রোববার (২১ অক্টোবর) বিকেলে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার খাগাইল গ্রামের সুরত আলীর ছেলে।
আহতরা হলেন- কুমিল্লার লাডুচো থানার ব্রাহ্মণপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী নিলুফা (৩৫), তার মেয়ে উম্মে হানি (২০) ও একই এলাকার আমিরুল ইসলামের শিশু কন্যা হাফসা (১০)। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জৈন্তপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ময়নুল জাকির বাংলানিউজকে বলেন, তামাবিল থেকে পাথরবোঝাই একটি ট্রাক সারিঘাট আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে পাথরবোঝাই ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এসময় পাশ দিয়ে যাওয়া একটি অটোরিকশা পাথরবোঝাই ট্রাকের নিচে পড়ে যায়। এতে অটোরিকশার একজন নিহত এবং তিনজন আহত হন।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এনইউ/টিএ