রোববার (২২ অক্টোবর) রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশের একটি দল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে হাসপাতালে নিয়ে আসা হয়।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মোফাজ্জল বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিরা এখনো ডিবি হেফাজতে রয়েছে।
বিমানবন্দর জোনাল টিমের গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মাসুদুল ইসলাম বাংলানিউজকে জানান, ১০ নম্বর সেক্টর এলাকায় ডিবি পুলিশ সেজে কয়েকজন ভুয়া সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ডাকাত সদস্য শামীমসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এজেডএস/এনটি