ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌকা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
চৌকা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফর গুলিতে জেম (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ আক্টোবর) রাতে উপজেলার মনকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।

জেম উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, সোমবার ভোরে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি রাখাল ভারতে অনুপ্রবেশ করলে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে জেম গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে পালিয়ে আসে। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ বাড়িতেই রয়েছে।

এ ব্যাপারে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার বাংলানিউজকে জানান, বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখছেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।