সোমবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে, নাছির মোল্লার হোটেল, বাবুল সিকদারের লন্ড্রি, মোবারেক ব্যাপারীর লেপ-তোষকের দোকান, আ. হাকিমের হার্ডওয়্যারের দোকান, পান্না খানের ওয়ার্কশপ, কমলেশের সেলুন ও বাবুল বড়ালের পর্যটক পরিবহন কাউন্টার, জাহাঙ্গীর হোসেনের মুরগির দোকান, শ্যামলের কর্মকারের দোকান, খলিলুর রহমানের মুদির দোকান সুজনের গ্যারেজ, আসাদ মিয়ার তেলের দোকান।
ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু বাংলানিউজকে জানান, বাজারে মোবারেক ব্যাপারীর লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাজারের ১২টি বিভিন্ন দোকান পুড়ে যায়।
শরণখোলা ফায়ার স্টেশনের ইনচার্জ জলিল সিকদার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এনটি