ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
ভোলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা

ভোলা: ভোলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না। 

নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে সোমবার (২২ অক্টোবর) দুপুরে মামলাটি দায়ের করেন তিনি।

এ মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিশিয়ালি তদন্তের আদেশ দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলায় উল্লেখ্য করা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির একাত্তর জার্নাল নামে একটি টকশো’তে প্রখ্যাত সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করেন মইনুল হোসেন। যার মাধ্যমে নারী জাতিকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানিকর। এ কারণে মামলায় ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।  

আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক শরীফ মোহাম্মদ ছানাউল হক মামলাটি আসিলে নিয়েছেন। পরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিশিয়ালি তদন্তের আদেশ দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রে আদালত। আগামী ৩১ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।