ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরও এক মামলায় জাফরুল্লাহ চৌধুরীর হাইকোর্টে জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
আরও এক মামলায় জাফরুল্লাহ চৌধুরীর হাইকোর্টে জামিন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী/ফাইল ফটো

ঢাকা: আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুরের অভিযোগে করা এক মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ তাকে আগাম জামিন দেন।  

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।


আদেশের পর তিনি জানান, এই মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ অক্টোবর) সন্ধ্যায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় তৃতীয় এ মামলাটি করেন সৈয়দ সেলিম আহমেদ। এ নিয়ে তার বিরুদ্ধে একই অভিযোগে আশুলিয়া থানায় মোট তিনটি মামলা হলো।

এর আগে গত সোমবার (১৫ অক্টোবর) মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এবং শুক্রবার (১৯ অক্টোবর) হাসান ইমাম নামে আরও এক ব্যক্তি জাফরুল্লাহসহ চারজনের নাম উল্লেখ করে আলাদা দু’টি মামলা দায়ের করেন। মামলা দু’টিতে রোববার জাফরুল্লাহ চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মামলার এজাহার থেকে জানা যায়, জাফরুল্লাহ চৌধুরী তার মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি জমি দীর্ঘদিন ধরে জবর-দখল করার চেষ্টা করে আসছেন এবং জমির মালিকের কাছে মোটা অংকের টাকা চাঁদাও দাবি করে আসছেন। মামলায় জাফরুল্লাহসহ আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।