ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবীনগরে অস্ত্রসহ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
নবীনগরে অস্ত্রসহ ডাকাত আটক অস্ত্র ও গুলিসহ আটক শিপন। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাত মামলার আসামি ডাকাত মো. শিপনকে (২৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর একটি দল। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দেশি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে রোববার (২১ অক্টোবর) রাতে উপজেলার নূরজাহানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিপন ওই এলাকার মনেব মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নূরজাহানপুর এলাকার সৈয়দ ভূইয়ার পরিত্যক্ত বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে পরিত্যক্ত বাড়িটির ভেতর থেকে দু’টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।  

এ ঘটনায় তার বিরুদ্ধে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।