সোমবার (২২ অক্টোবর) দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২১ অক্টোবর) রাতে উপজেলার নূরজাহানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নূরজাহানপুর এলাকার সৈয়দ ভূইয়ার পরিত্যক্ত বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে পরিত্যক্ত বাড়িটির ভেতর থেকে দু’টি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআই