সোমবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনায় গোডাউনটিতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান বাংলানিউজকে জানান, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুন লাগার পরপরই গোডাউনে থাকা ৪ কর্মী বেরিয়ে আসতে পারেন বলেও জানান কামরুল হাসান।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গোডাউনটিতে বিভিন্ন ধরনের পণ্য রাখতো জেআইও নামের একটি প্রতিষ্ঠান। এখান থেকেই তারা পণ্য বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এমজেএফ