সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের অভিযানে গরুটি উদ্ধার করা হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, মোংলা পোর্ট পৌর শহরের মিয়াপাড়া এলাকার চানমিয়া নামে এক লোকের একটি গাভী সকালে খাবারের সন্ধানে কবরস্থান এলাকায় যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ড্রেনের মুখ থেকে প্রায় এক কিলোমিটার দূরে গরুটির অবস্থান নিশ্চিত করে। সেখানে রাস্তা সংলগ্ন ড্রেন ভেঙে সাড়ে ৪টার দিকে গরুটি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
গরুর মালিক চানমিয়া বলেন, ছয় ঘণ্টা চেষ্টার পর গরুটিকে উদ্ধার করে ফিরিয়ে দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআরএস