মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে নওয়াপাড়ার শ্মশানঘাট এলাকায় একটি অবৈধ ক্রসিংয়ে (আনম্যান) এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের মধ্যে ট্রাক ঢুকে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে পড়েছে।
কাজ শেষ হয়ে গেলে রেল চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
খুলনা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকালে খুলনা থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ামাত্রই শ্মশানঘাট এলাকায় পৌঁছালে একটি অবৈধ ক্রসিং অতিক্রমকালে পাথরবাহী ট্রাক ট্রেনের ইঞ্জিনে আঘাত করে। এতে ইঞ্জিন বিকল হয়ে যায়।
খুলনা রেলওয়ে স্টেশনের ট্রেন এক্সামিনার মো. বাইতুল ইসলাম জানান, ট্রেন চলাচল করতে না পারায় রূপসা এবং চিত্রা এক্সপ্রেস খুলনার দৌলতপুরে অবস্থান করছে। এছাড়া দেশের অন্য স্থান থেকেও খুলনায় ট্রেন আসতে পারছে না। খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমআরএম/আরআর