মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
সকালে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন বাংলানিউজকে জানান,
নৌ-পুলিশের চার সদস্য সকালে নদীতে টহল দিতে গেলে চারদিক থেকে স্পিডবোট ও দুই-তিনটি ট্রলারে করে জেলেরা এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশের ট্রলার চালক আরমানের পায়ে গুলি লেগেছে। তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লৌহজং থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
লৌহজং পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, ঘটনার পরপরই লৌহজং থানা থেকে নদীতে ফোর্স পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসআই