মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ইউরোপীয় কমিশনের বরাদ দিয়ে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক, উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে আসছে।
রোহিঙ্গাদের জন্য দেওয়া এ অর্থ কক্সবাজারে তাদের কম্যুনিটির উন্নয়ন, নারী সমতা, ঝুঁকি মোকাবিলা, সামাজিক উন্নয়ন খাতে ব্যয়ে প্রাধান্য দেওয়া হবে।
ইউরোপীয় কমিশনের এক সভায় রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত এ অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়। রোহিঙ্গা সংকট শুরু থেকেই ইউরোপীয় ইউনিয়ন তাদের সহায়তা দিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
টিআর/এএ