ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
মাগুরায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা

মাগুরা: সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় মাগুরায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মাগুরায় ৫শ’ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করেছেন মাগুরা জেলা মানবাধিকার সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা রহমান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সনি আহমেদ জানান, ব্যারিস্টার মইনুল হোসেন ১৬ অক্টোবর ৭১ টেলিভিশনের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটূক্তি করেছেন।

যা নারী জাতির জন্য অপমানজনক ও মানবাধিকার লংঘন। এ কারণে বাদী মইনুল হোসেনের বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে বিজ্ঞ আদালতে ৫শ’ কোটি টাকার এ মানহানি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শম্পা বসু অভিযোগটি আমলে নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।