মঙ্গলবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় গৃহ শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সদস্য সচিব নাজমা ইয়াসমীন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক নইমুল আহসান জুয়েল, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দফতর সম্পাদক খালেকুজ্জামান লিপন প্রমুখ।
মানববন্ধনে ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ফাহিমা, রুবি, বৃষ্টি, লামিয়া, সীমাসহ আরও বেশ কয়েকজন শিশু গৃহশ্রমিক নিয়োগকারী দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার বিচারহীনতার কারণে দোষীরা এতোটা সাহস পাচ্ছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে তারা গৃহশ্রমিকদের নির্যাতনে সাহস পেতেন না।
গৃহ শ্রমিকদের সুরক্ষায় প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে সংগঠনটির সদস্য সচিব নাজমা ইয়াসমীন বলেন, এটি বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক নির্যাতনের ঘটনা ঘটছে।
মানববন্ধনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে গৃহশ্রমিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, গৃহশ্রমিকদের মামলায় সরকারিভাবে আইনি সহায়তা প্রদান, নির্যাতিত গৃহশ্রমিকদের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ইএআর/ওএইচ/