ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জিএমপিতে নির্ধারিত ফরমে জিডি কার্যক্রম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
জিএমপিতে নির্ধারিত ফরমে জিডি কার্যক্রম উদ্বোধন জিডি কার্যক্রম উদ্বোধনকালে জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নির্ধারিত ফরমে সাধারণ ডয়েরির (জিডি) কার্যক্রম উদ্বোধন করেছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান সদর থানায় অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রুহুল আমিন সরকার জানান, জিএমপি এলাকার আটটি থানায় মঙ্গলবার থেকে নির্ধারিত ফরমে জিডির আবেদন করতে পারবে সেবা প্রার্থীরা।

জিডির আবেদন ফরম সেবা গ্রহীতাদের সংশ্লিষ্ট থানা থেকে বিনামূল্যে সরবরাহ করতে পারবে।  

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জিএমপি উপ-কমিশনার (ক্রাইম ও প্রসিকিউশন)  মোহাম্মদ শরিফুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহিম সরকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮ 
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।