ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে ছিনতাইকারী ধরে গণপিটুনি, পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
যশোরে ছিনতাইকারী ধরে গণপিটুনি, পুলিশে সোপর্দ

যশোর: যশোরে স্কুল শিক্ষকের এক লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় রাজু হোসেন (৩০) নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে যশোর শহরের প্রধান ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার হয়ে আটক ছিনতাইকারী রাজু রাজশাহীর বোয়ালিয়া থানার দরগাহপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

ভুক্তভোগী স্কুল শিক্ষক শহরের ডিসির বাংলো বাসিন্দা টস্টিফেন সরোজ মণ্ডল বাংলানিউজকে বলেন, যশোর প্রধান ডাকঘর থেকে সঞ্চয় ভাঙিয়ে এক লাখ টাকা নিয়ে বাসায় যেতে আমি রিকশার জন্য অপেক্ষা করছিলাম। এ সময় তিন থেকে চারজন ছিনতাইকারী আমার ওই টাকা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। পরে আমার চিৎকারে স্থানীয় লোকজন এসে রাজুকে ধরতে পারলেও অন্যরা পালিয়ে যান।

যশোর কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল আলম বাংলানিউজকে বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রাজুকে ধরে এনেছি। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ইউজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।