মঙ্গলবার (২৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে এবং রাত ১০টার দিকে মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে ছেড়ে দেওয়া হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'অসুস্থতা জনিত কারণে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া আটক রয়েছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল খালিক মিল্টন, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, ছাত্রদল নেতা সুমন আহমদসহ আট নেতাকর্মী।
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ঐক্যফ্রন্টের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় বৈঠককালে অভিযান চালায় পুলিশ। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এনিসহ নেতাকর্মীদের অবরোদ্ধ করে রাখা হয়।
তবে তাদের ঘটনাস্থল থেকে যেতে দেওয়া হলেও ড. শাহরিয়ার হোসেন ও দলের মহানগর শাখার সহ-সভাপতি সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ ১০ জনকে আটক দেখায় কোতোয়ালি থানা পুলিশ। আটকের পর তাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৬১০ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনইউ/এইচএমএস/এমকেএম