ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে প্রবারণা উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
বান্দরবানে প্রবারণা উৎসব শুরু ফানুস উড়িয়ে প্রবারনা উৎসবের শুরু। ছবি: বাংলানিউজ

বান্দরবান: আকাশে বর্ণিল ফানুস উড়িয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উৎসব (ওয়াগ্যোয়াই পোয়ে)। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত ৯টায় ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ফানুস উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।  

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং, উৎসব উদযাপন কমিটির সভাপতি তিংতিংম্যা, সাধারণ সম্পাদক মংমংসিং প্রমুখ।

 

পরে শুরু হয় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন মার্মা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে জেলা শহরের ক্যাংগুলোতে মোমবাতি প্রজ্জ্বলন, আদিবাসী পল্লীতে বিভিন্ন ধরনের পাহাড়ি পিঠা তৈরি উৎসবে মেতে উঠেন মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা। গান বাজনা আর বাহারী পোশাকে সজ্জিত হয়ে রাস্তায় নেমে এ উৎসবকে বরণ করে নেন তারা।

২৫ অক্টোবর ছোয়াইং দান, প্রার্থনা অনুষ্ঠান ও ২৬ অক্টোবর সন্ধ্যায় পুরাতন রাজবাড়ি মাঠ থেকে ‘ছংরারাসিহ্ ওয়াগ্যোয়াই লাহ্ রাথা পোয়ে লাগাইমে’ (সবাই মিলে মিশে রথ যাত্রায় যাই) বিশেষ মারমা গান পরিবেশনের মাধ্যমে রথ নিয়ে ক্যাংয়ের উদ্দেশে যাত্রা শুরু হবে। বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।