রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রথম থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে ভারত। ‘অপারেশন ইনসানিয়াত’র অংশ হিসেবে গত এক বছরে তিন দফায় খাদ্যপণ্য, জ্বালানিসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছে দেশটি।
সবশেষে গত ১৭ সেপ্টেম্বর তৃতীয় দফার সহায়তা পণ্য হস্তান্তরের সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানান, সামনে শীত মৌসুমে চিকিৎসার জন্য বিভিন্ন উপকরণ সরবরাহ করবে ভারত। তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থরা একাধিকবার জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপে রেখেছে ভারত। এরই অংশ হিসেবে সেখানে তারা বসবাসের জন্য ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ঘর ও অবকাঠামো নির্মাণ রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে চাপ সৃষ্টি করবে বলেই মনে করে তারা।
সম্প্রতি ভারত সফর করা সিনিয়র সাংবাদিক প্রতিনিধি দলকেও একই বার্তা দেয় দিল্লির সাউথ ব্লক।
রাখাইনের সুই জার গ্রামে নির্মিত ৫০টি ঘর এখন সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো সময় হস্তান্তর করবে ভারত। আর মংডুতে নির্মাণ কাজ চলা আরও ৯৮টি ঘরের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং শিগগিরই শেষ হবে বলে জানিয়েছে ভারত।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এএ