ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

থানচিতে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
থানচিতে নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ থানছির সাঙ্গু নদী। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানের থানছি উপজেলার তিন্দু বড় পাথর এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে নিজাম উদ্দিন (২৪) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৪ অক্ট্রোবর) দুপুরের দিকে পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নিজাম কক্সবাজারের চকরিয়া উপজেলার টৈটং এলাকার নুরুল হকের ছেলে।

তিনি শ্রমিকদের রান্নার কাজ করতেন বলে জানা যায়।

তিন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মংপ্রু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রেমাক্রি থেকে ইঞ্জিনচালিত নৌকা করে বেশ কয়েকজন শ্রমিক থানছি সদরে যাচ্ছিলো। খরস্রোতা সাঙ্গু নদীতে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ওই নৌকাটি উল্টে যায়। এসময় অন্য শ্রমিকরা তীরে উঠতে পারলেও নিজাম উদ্দিন স্রোতে ভেসে যান। তাকে উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।