বুধবার (২৪ অক্টোবর) দুপুরে নড়াইলে স্থানীয় দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি মিলি খানমের দায়ের করা মানহানি মামলায় এ আদেশ দিয়েছেন সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ।
মামলার বিবরণে জানা যায়, গত ১৬ অক্টোবর (মঙ্গলবার) রাতে ৭১ টিভির টকশোতে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় মামলার বাদী নড়াইলে বিডি খবরের নিজস্ব প্রতিনিধি মিলি খানম মারাত্মকভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হন।
মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী সাংবাদিকদের কলঙ্কিত করা হয়েছে। এ কারণে মিলি খানম বাদী হয়ে দুপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
জিপি