ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ইলিশ ধরার দায়ে ১১ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
গজারিয়ায় ইলিশ ধরার দায়ে ১১ জনকে জরিমানা আটক জেলেরা। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ১১ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসান সাদী এ জরিমানা করেন। এরআগে মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে গজারিয়া মৎস্য অফিস ও নৌ-পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসলাম হোসেন বাংলানিউজকে জানান, আইন অমান্য করে মা ইলিশ শিকার করার দায়ে ১১ জেলেকে আটক করে নৌ-পুলিশ সদস্যরা। আটককালে তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও তিন কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ১১ জন জেলেকে ৪৬ হাজার টাকা জরিমানা করেন।

জব্দকৃত ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ ও জাল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।