ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ দফা নির্বাচন বানচালের ৭ চক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
৭ দফা নির্বাচন বানচালের ৭ চক্রান্ত সভায় বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের/ছবি: বাংলানিউজ

গাজীপুর: ২১ আগস্ট, ১৫ আগস্টের খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে এক এগারোর কুশীলবরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসীদের সঙ্গে এরা হাত মিলিয়েছে। ২১ আগস্ট মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়েছে। এদের ৭ দফা। এই ৭ দফা হচ্ছে আগামী নির্বাচন বানচালের ৭টি চক্রান্ত।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের টঙ্গী সরকারি কলেজ মাঠে গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, এ কেমন ঐক্য।

এ ঐক্য বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে? কে এদের নেতা? মঞ্চে আছেন কামাল হোসেন আর পেছনে আসল নেতা দণ্ডপ্রাপ্ত, দুর্নীতিবাজ ও পলাতক নেতা তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্ব ড. কামাল মেনে নিতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে? 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, ডা. দীপু মনি, গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮ 
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।