ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপিত খাগড়াছড়িতে পূজা-অর্চনায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। ব্যাপক ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চাকমা, মারমা ও বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ দিবসটি উদযাপন করে থাকেন।

এ উপলক্ষে বুধবার (২৪ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন মন্দির ও কেয়াংয়ে সকাল থেকে নানা পূজা-অর্চনার আয়োজন করা হয়।  

সকালে বুদ্ধ পূজা ও ভিক্ষুদের মাঝে পিন্ডদান করা হয়।

সকালে শহরের শতবর্ষী য়ংড বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রবারণা পূর্ণিমা শুরু করা হয়।  

ভান্তেরা ধর্মীয় দেশনা দিয়েছেন। তাতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।
তবে একই ধর্মাবলম্বী হলেও অনেকটা ব্যতিক্রমীভাবে মারমা সম্প্রদায় ওয়া বা ওয়াগ্গা পোয়ে উৎসব পালন করছেন এদিন। তারা ধর্মীয় রীতিনীতির বাইরেও সামাজিক উৎসব পালন করে থাকেন।  

বিশেষত হাজার ফুল দিয়ে বুদ্ধপূজা ও পিণ্ডদান এবং সাধ্য মতো ভান্তেকে ছোয়াইং (খাদ্য) প্রদান করা মারমা সম্প্রদায়ের ঐতিহ্য।

দিবসটি উপলক্ষে বিকেলে মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা, হাজার বাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়িয়ে প্রদীপ পূজায় অংশ নেবেন তারা। এরপর শুরু হচ্ছে মাসব্য্যাপী কঠিন চীবর দানোৎসব।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।