এ উপলক্ষে বুধবার (২৪ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন মন্দির ও কেয়াংয়ে সকাল থেকে নানা পূজা-অর্চনার আয়োজন করা হয়।
সকালে বুদ্ধ পূজা ও ভিক্ষুদের মাঝে পিন্ডদান করা হয়।
ভান্তেরা ধর্মীয় দেশনা দিয়েছেন। তাতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।
তবে একই ধর্মাবলম্বী হলেও অনেকটা ব্যতিক্রমীভাবে মারমা সম্প্রদায় ওয়া বা ওয়াগ্গা পোয়ে উৎসব পালন করছেন এদিন। তারা ধর্মীয় রীতিনীতির বাইরেও সামাজিক উৎসব পালন করে থাকেন।
বিশেষত হাজার ফুল দিয়ে বুদ্ধপূজা ও পিণ্ডদান এবং সাধ্য মতো ভান্তেকে ছোয়াইং (খাদ্য) প্রদান করা মারমা সম্প্রদায়ের ঐতিহ্য।
দিবসটি উপলক্ষে বিকেলে মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা, হাজার বাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়িয়ে প্রদীপ পূজায় অংশ নেবেন তারা। এরপর শুরু হচ্ছে মাসব্য্যাপী কঠিন চীবর দানোৎসব।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এডি/এমএ