বুধবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় চরকাউয়া বাজার সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করে নদী ভাঙনরোধে সংগ্রাম কমিটি।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন আহমেদ, সদর আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম ছবি, নদী ভাঙন সংগ্রাম প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো মজিবুর রহমান হালিম মুন্সি, মানিক মৃধা প্রমুখ।
এছাড়া নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- কেরামত আলি হাওলাদার, জাকির হোসেন তালুকদার, মজিবর রহমান, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লিটু তালুকদার, ইউপি সদস্য সাগর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শিগগির চরকাউয়া ইউনিয়নসহ পূর্বাঞ্চলের সাধারণ মানুষকে কীর্তনখোলা নদী ভাঙন থেকে রক্ষায় ব্যবস্থা না নিলে কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
এসময় বক্তারা বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জরুরি অবস্থা ঘোষিত এলাকায় অনতিবিলম্বে কাজ শুরু করা, চরকাউয়া খেয়াঘাট থেকে জনতার হাট পর্যন্ত বাঁধ নির্মাণ, ড্রেজিংয়ের মাধ্যমে কীর্তনখোলা নদীর ডুবোচর অপসারণ ও নদী ভাঙনে ক্ষতিপ্রস্তদের স্থায়ীভাবে পূর্ণবাসনের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমএস/ওএইচ/