মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৪ অক্টোবর) সকালে তিনি মারা যান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রান্নাঘরে কুপি বাতি জ্বালাতে গিয়ে আসমা খাতুনের শাড়িতে আগুন লেগে যায়। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে এলাকার ফার্মাসিস্টের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বুধবার সকালে তিনি মারা যান।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রনি বাংলানিউজকে জানান, দুপুরে আসমা খাতুনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনটি