আব্দুর রহমান আরিচা ঘাটের ‘হালিম এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি উপজেলার দক্ষিণ শিবালয় গ্রামের মৃত নওশের কাজীর ছেলে।
বুধবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় উত্তরা ব্যাংক শিবালয় শাখা থেকে টাকা তুলে আরিচা ঘাটের দিকে যাওয়া সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রহমান ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে টেপরা বাসস্ট্যান্ড হতে বাসে আরিচার উদ্দেশ্যে রওয়ানা দেন। উথলী মোড় অতিক্রম করার সময় বিপরীতমুখী মাইক্রোবাস থেকে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত অস্ত্রধারী ৬ ব্যক্তি বাস থামিয়ে রহমানকে নিয়ে যায়।
ভুক্তভোগীর বরাত দিয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বাংলানিউজকে জানান, এমন একটি অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে সড়কের বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরা ফুটেজ দেখে মাইক্রোবাস শনাক্ত ও দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।
ভুক্তভোগী রহমান কাজী জানান, উত্তরা ব্যাংক শিবালয় শাখা (টেপড়া) থেকে ২ লাখ টাকা তুলে বাসযোগে আরিচার উদ্দেশ্যে রওয়ানা দেন। উথলী পাটুরিয়া সংযোগ মোড় অতিক্রম করার সময় বিপরীতমুখী মাইক্রোবাসের কয়েকজন আরোহী বাস থামিয়ে তাকে হ্যান্ডকাপ পরিয়ে ঢাকার দিকে রওয়ানা দেয়। মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে বেদম-মারপিট করে সঙ্গে থাকা টাকা কেড়ে নেয়। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর গুলি করার ভয় দেখিয়ে তাকে মহাসড়কের কুষ্টিয়া ব্রিজের কাছে নামিয়ে মাইক্রো নিয়ে চলে যায় তারা।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
কেএসএইচ/ওএইচ/