বুধবার ( ২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আলোচকরা একথা বলেন।
ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভার আয়োজন করা হয়।
অতিথি ছিলেন সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁকে মূল্যায়ন করার এখনই সময়। এই মহান শিল্পীর স্মৃতিচিহ্নগুলো প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা জরুরি।
অনুষ্ঠানে পাঁচজন গুণীকে আলাউদ্দিন খাঁ স্মৃতি পদক দেওয়া হয়। এই পাঁচজন হলেন- প্রয়াত আবদুল বারী উকিল, ড. লীনা তাপসী খান, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মোহাম্মাদ ইব্রাহীম খান ও ইউসুফ আলী সরদার।
বাংলাদশে সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
টিআর/এএ