ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কথায় নয়, কাজে বরিশালবাসীকে ভালো কিছু দিতে চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
কথায় নয়, কাজে বরিশালবাসীকে ভালো কিছু দিতে চাই মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান বলেছেন, আমি সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। বক্তব্যে নয়, কাজের মধ্যদিয়ে বরিশালবাসীকে ভালো কিছু দিতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অজিয়র রহমান বলেন, যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ যেসব সমস্যা আজকের মতবিনিময় সভায় উঠে এসেছে, তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনের কথা মাথায় রাখতে হবে। যেনো জাতিকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি। এটি আমাদের দায়িত্ব।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশালে মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এমআর প্রিন্স, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশালে ইলেকট্রনিক্স মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সোহাগ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের বরিশাল বিভাগীয় সভাপতি সাঈদ পান্থ প্রমুখ।

এসময় উপস্থিত সাংবাদিকদের কাছে বরিশালের উন্নয়নে সহযোগিতা কামনা করে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।