ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌকায় ভোট চাইলেন সাঈদ খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
নৌকায় ভোট চাইলেন সাঈদ খোকন অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। ছবি: ডিএইচ বাদল/বাংলানিউজ

ঢাকা: দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

বুধবার (২৪ অক্টোবর) রাজধানীর সবুজবাগে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক সদ্ধর্ম সভায় তিনি উপস্থিতির কাছে ভোট চান তিনি।  

মেয়র খোকন বলেন, শেখ হাসিনা কিংবা মেয়র সাঈদ খোকনের জন্য নয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।

যাতে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকতে পারে।

‘হরতাল জ্বালাও-পোড়াও রোধ করে গত ৫ বছরে শেখ হাসিনার সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়েছে। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছে। মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ’ 

আগামী নির্বাচনেও নৌকায় রায় দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় নিলে  দেশকে সোনার বাংলা গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।  

এ সময় ঝুঁকি না নিয়ে সচেতনভাবে ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার ও মোটরসাইকেল চালানোর সময় কানে ইয়ারফোন ব্যবহার না করার পাশাপাশি ফুটপাত দখল না করতেও আহ্বান জানান মেয়র সাঈদ খোকন।  

অনুষ্ঠানে মেয়র গত তিন বছরে সিটি করপোরেশনের সফলতা ও নানা উন্নয়নের চিত্রও তুলে ধরেন।  

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের। বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আশ্রাফুজ্জামান ফরিদ, শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদের সভাপতি ডা. উত্তম কুমার বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া প্রমুখ।

সভার আগে ধর্মরাজিক হানিফ চত্বর ও ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্র এবং ভিক্ষু নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র। এ সময় সাঈদ খোকন জানান, এসব স্থাপনা নির্মাণে অর্থেরও যোগানও দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।