ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে ফার্মেসির আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
যশোরে ফার্মেসির আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ১ র‌্যাবের হাতে আটক মাদকবিক্রেতা/ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছায় ওষুধের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে আশরাফুজ্জামান (৩৯) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা শহরের ডাকবাংলাপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুজ্জামান ডাকবাংলাপাড়ার আসাদুর রহমান বিশ্বাসের ছেলে।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম বাংলানিউজকে  বলেন, ওষুধের দোকানের আড়ালে মাদক বেচা-কেনার করে আসছেন আশরাফুজ্জামান বাবু। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য জানতে পেরে তার ওধুষের দোকানে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৬০ পিস ইয়াবা বের করে দেন বাবু।

পরে তাকে চৌগাছা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মুহাম্মদ ছুরত আলম।

বাংলাদেশ সয়ম: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
ইউজি/এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।