বুধবার (২৪ অক্টোবর) রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন। ঢাকা-বেইজিং সম্পর্ক আরও শক্তিশালী করতেই তার এ সফর।
সূত্র জানায়, ঢাকা সফরকালে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হবে। কেননা দু’দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে। এ লক্ষ্যে দু’দেশের মধ্যে সহযোগিতার বিষয়গুলো নিয়ে দুই মন্ত্রী আলোচনা করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ঝাও কেঝি চীনা রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি চীনের হেবেই ও গুইঝো প্রদেশের কম্যুনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি গুইঝো প্রদেশের গভর্নরও ছিলেন।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
টিআর/ওএইচ/