ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পিস্তল-গুলিসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
গাজীপুরে পিস্তল-গুলিসহ দুই যুবক আটক পুলিশের হাতে আটক দুই যুবক, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার গণিয়াচর ভূঁইয়াপাড়া এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো. মুসা (২২) ও গাজীপুরের জয়দেবপুর থানার বাড়িয়া ইউনিয়নের কুমনবাজার এলাকার আকবর হোসেনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (২৩)।

বুধবার (২৪ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে পূবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

 

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সিএনজিচালিত অটোরিকশাযোগে পূবাইল থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন মো. মুসা ও মোস্তাফিজুর রহমান। এসময় সন্দেহ হলে অটোরিকশার গতিরোধ করে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে মুসা পিস্তল বের করে পুলিশকে গুলি করার চেষ্টা করেন। উভয়পক্ষের ধস্তাধস্তির একপর্যায়ে মুসার পিস্তল থেকে তার উরুতে গুলিবিদ্ধ হয়। পরে তার কাছে থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন এবং মোস্তাফিজুর রহমানের কাছ থেকে একটি সুইজ গিয়ার ছুড়ি জব্দ করা হয়।

গুলিবিদ্ধ মুসাকে চিকিৎসার পর থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে পূবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই জহিরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।