ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের বিরুদ্ধে অভিযোগ কমেছে: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
পুলিশের বিরুদ্ধে অভিযোগ কমেছে: ডিএমপি কমিশনার

ঢাকা: পুলিশের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ আগের তুলনায় কমেছে বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সম্প্রতি চেকপোস্টে তল্লাশির নামে এক তরুণীকে হয়রানির ঘটনায় তদন্ত অনুযায়ী উপস্থিত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নির্ধারণ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের আচরণ কেমন হবে, সে ব্যাপারে আমরা সচেতন রয়েছি।

আগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যেভাবে ব্যাপকহারে খারাপ আচরণের অভিযোগ আসতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন তার ৫ ভাগ অভিযোগও আসে না। আমাদের কোনো সদস্য অপেশাদার আচরণ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিই।

আছাদুজ্জামান মিয়া বলেন, গভীর রাতে চেকপোস্টে তল্লাশিকালে সিএনজিতে থাকা এক তরুণীর সঙ্গে পুলিশের খারাপ আচরণের ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই ভিডিওটি যিনি আপলোড করেছেন, তিনিও পুলিশেরই সদস্য। তিনি ভেবেছিলেন ওই ভিডিওটা প্রকাশ করলে তার হয়তো সুনাম হবে। কিন্তু তিনি যে অপেশাদার আচরণ করেছেন তা বোঝার ক্ষমতা তার নেই।

ঘটনার সুষ্ঠু তদন্তে ৪৮ ঘণ্টা সময় দিয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, এর সঙ্গে জড়িতদের দায়-দায়িত্ব নির্ধারণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু এক্ষেত্রে নয়, আগামীতেও যদি কোনো পুলিশ সদস্য নাগরিকের সঙ্গে পেশাদার আচরণের বাইরে খারাপ আচরণ করে পুলিশের ব্যাপারে নেতিবাচক মনোভাব তৈরি করে, তবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট ও কঠোর।

কমিশনার বলেন, আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করে খারাপ আচরণ কমিয়ে এনেছি। আমরা শুধু মোটিভেশন কিংবা প্রশিক্ষণই দেই না, এ ধরনের অপেশাদার আচরণ যেসব পুলিশ সদস্য করে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিই। আগে প্রায় প্রতিদিনই অভিযোগ পেতাম, এখন মাসেও একটা পাই না।

নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো উদ্বেগ-উৎকণ্ঠার কারণ নেই। আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্ন হওয়ার সুযোগ নেই। আমরা যতটুকু বলি তার শতভাগ বাস্তবায়নের চেষ্টা করি। এই মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাভাবিক অবস্থা বিঘ্ন হওয়ার সুযোগ নেই। কোনো ধরনের বিশৃঙ্খলার অপচেষ্টা বরদাশত করা হবে না। আমাদের পুলিশ সদস্যদের সে সক্ষমতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।