নির্বাচন ভবনে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।
হেলালুদ্দীন আহমদ বলেন, রাষ্ট্রপতি আমাদের সাক্ষাতের জন্য ১ তারিখ সময় দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। একজন কমিশনার দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে সবাই বসে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ইসি সচিব বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে খুব সহজেই ভোট দেওয়া যায়। স্মার্টকার্ড না থাকলেও এনআইডি কার্ডের নম্বর দেওয়ার পর আঙুলের ছাপ দিলেই ভোট দেওয়া যাবে। এতে ভোটগ্রহণ কর্মকর্তার অপব্যবহারের সুযোগ নেই। অধ্যাদেশের মাধ্যমেও যদি আরপিও সংশোধন হয়, আমরা সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পারবো।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ইইউডি/এএ