ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টার্গেট ডিসেম্বর: ইসি সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
টার্গেট ডিসেম্বর: ইসি সচিব নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ/ফাইল ফটো

ঢাকা: আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা। ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন ভবনে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের জন্য আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

আইন মন্ত্রণালয়ে সেটি ভেটিং করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করছি সংসদের চলতি অধিবেশনে এটা পাস হতে পারে। পাস না হলে সংসদের অবর্তমানে যে বিষয়টি (অধ্যাদেশ) থাকে সেটি কার্যকর হবে। আমাদের যে মূল আইন (আরপিও) আছে সেটাও আধ্যাদেশের মাধ্যমে হয়েছে। যেহেতু সংসদ ২৯ তারিখ পর্যন্ত চলবে, আশা করছি সেখানেই এটি পাস হওয়ার সম্ভাবনা আছে।

হেলালুদ্দীন আহমদ বলেন, রাষ্ট্রপতি আমাদের সাক্ষাতের জন্য ১ তারিখ সময় দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। একজন কমিশনার দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে সবাই বসে তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।  

ইসি সচিব বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে খুব সহজেই ভোট দেওয়া যায়। স্মার্টকার্ড না থাকলেও এনআইডি কার্ডের নম্বর দেওয়ার পর আঙুলের ছাপ দিলেই ভোট দেওয়া যাবে। এতে ভোটগ্রহণ কর্মকর্তার অপব্যবহারের সুযোগ নেই। অধ্যাদেশের মাধ্যমেও যদি আরপিও সংশোধন হয়, আমরা সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।