ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরে বাড়ছে শীত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
উত্তরে বাড়ছে শীত পঞ্চগড়ে শীতের প্রকোপ। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: আবহাওয়া পরিবর্তনের কারণে দেশের উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলেছে শীত। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। হিমালয় থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে দিনের বেলাও তাপমাত্রা অনেকটা কমে এসেছে। এতে করে শিশুসহ বয়স্কদের সর্দি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় সারাদেশের মধ্যে এ জেলায় প্রতি বছর সবার আগে একটু ভিন্নভাবে শীত আসে। গত দুইদিন ধরে হিমালয় থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।

দিনের বেলা শীতের আবহাওয়া কম থাকলেও সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীতের দাপট বাড়ছে। এ জেলার মানুষদের ধারণা এবার শীতের ব্যাপ্তি অনেক বেশি হবে। আর তাই শীতের প্রকোপ থেকে বাঁচতে জেলার মানুষ গরম কাপড় বের করতে শুরু করেছে। দিন শেষে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনেককেই গরম কাপড় পরে থাকতে দেখা গেছে।

খাইরুল ইসলাম নামে এক রিকশাচালক বাংলানিউজকে বলেন, কয়েক দিনের তুলনায় গত দু’দিন ধরে শীত একটু বেশিই মনে হচ্ছে। শীতরে কারণে সকাল ও সন্ধ্যায় রিকশা চালাতে একটু সমস্যায় পড়তে হচ্ছে।

জব্বার মিয়া নামে একজন বাংলানিউজকে বলেন, শীতের কারণে কাঁথা-কম্বল ছাড়া রাতে ঘুমানো যায় না। সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো শীত পড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. সানিউজ্জামান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।