বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে যশোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশে ‘খাজা ফুড অ্যান্ড বেকারি এবং শহরের চৌরাস্তার মিষ্টির দোকান ‘অনন্যা’।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, খাজা ফুড অ্যান্ড বেকারির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছে দেখা যায়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মচারীদের স্বাস্থ্য সনদের পাশাপাশি বিএসটিআই’র অনুমোদিত ট্রেড মার্ক লাইসেন্সও ছিল না। যে কারণে এ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, বিএসটিআই’র অনুমোদন ছাড়া মিষ্টি ও দই তৈরি করে তা বাজারজাত করে আসছিল অনন্যা। পরে এ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ইউজি/টিএ