বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার পুরান বাজার এলাকায় পরিবেশ আইনে এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা এবং রাসনা মিথি।
জান্নাত আরা লিসা বাংলানিউজকে জানান, অভিযানে অবৈধ পলিথিন রাখা ও বিক্রির অপরাধে মেসার্স রিপন ভ্যারাইটিজ স্টোরকে তিন হাজার ও জহিরের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সন্ধ্যায় জব্দ পলিথিনগুলো জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পেছনের মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআরএস