ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাহুবলে মহাসড়ক অবরোধে দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
বাহুবলে মহাসড়ক অবরোধে দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ বাহুবল ঢাকা-সিলেট মহাসড়ক

হবিগঞ্জ: ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত এক বাস চালকে আটক করে জরিমানা করায় বাহুবলে মহাসড়ক দেড়ঘণ্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে উভয় দিকে হাজার হাজার যান বাহন আটকা পড়ে। পরে ওই চালককে ছেড়ে দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় তারা।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বাংলানিউজকে জানান, ‘বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অযৌক্তিকভাবে এক শ্রমিককে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে ওই চালককে নিঃশর্ত মুক্তি দেওয়ায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। ’

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে বাস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন. ‘ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় এক বাস চালককে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় অযৌক্তিকভাবে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করায় আটক চালককে ছেড়ে দিলে পরিবহন শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। ’

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।