চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে রুনা খাতুন (২৫ ) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে জীবননগর উপজেলা শহরের আঁশতলাপাড়া নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ জীবননগর উপজেলার পাকা গ্রামের বদর উদ্দীনের মেয়ের সঙ্গে একই উপজেলার দত্তনগর গ্রামের রেজাউল করিমের ছেলে ট্রাক চালক সুজনের বিয়ে হয়।
বিয়ের পর তারা আঁশতলাপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। কিছুদিন পর থেকে মাঝে মধ্যেই তাদের ঝগড়া হতো। দুপুরে তাদের মধ্যে আবারো ঝগড়া বাধে। এর কিছুক্ষণ পরই রুনাকে নিজ ঘরের খাটে মৃত অবস্থায় দেখতে পায় প্রতিবেশিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে রুনার মরদেহ উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বাংলানিউজকে জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে রুনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।