বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের একটি বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
সাইফুলের পরিবার জানিয়েছে, অনেকদিন ধরে কোনো কাজ পাচ্ছিলেন না সাইফুল। এতে করে তার পরিবারের মধ্যে অভাবও দেখা দিয়েছিল ব্যাপক। একপর্যায়ে তিনি বিভিন্ন এনজিও (নন গভর্নমেন্ট অরগানাইজেশন) থেকে প্রায় চার লাখ টাকা ঋণ করে বসেন। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা তিনি পরিশোধ করতে পারছিলেন না। আবার পাওনাদারদের কাছ থেকে অস্বাভাবিক চাপও আসছিল। যা সাইফুল সহ্য করতে পারছিলেন না। তাই অবশেষে এ জ্বালা সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তার অভাবের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ পরিদশক (এসআই) তাইজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সাইফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এজেডএইচ/টিএ