বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য অফিস, উপজেলা প্রশাসন, র্যাব, নৌ-পুলিশ, কোস্টগার্ড সদস্যরা চার উপজেলায় ‘মা’ ইলিশ রক্ষায় অভিযান চালনা করে।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মহিতুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৫শ কেজি ‘মা’ ইলিশসহ এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। আটকদের মধ্যে ২২ জেলেকে তিন হাজার টাকা ও তিন জনকে এক হাজার টাকা করে মোট ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের জরিমানা করেন। জব্দ হওয়া ইলিশ বিভিন্ন এতিম খানায় বিলি করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসলাম হোসেন। এসময় তিন জেলের কাছ থেকে ১৫ কেজি ইলিশ ও ১৭ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিন জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের অংশগ্রহণে অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে জব্দ হওয়া ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দ হওয়া জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অপর দিকে জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ কেজি ‘মা’ ইলিশ জব্দ করা হয়। এছাড়া শ্রীনগর উপজেলায় মৎস্য অফিসের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ১২ কেজি ইলিশ জব্দ করা হয়। তবে ওই অভিযানে কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জিপি