ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যার মামলায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
স্ত্রী হত্যার মামলায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

বরিশাল: স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রহমান সরদার রায় ঘোষনার সময় আদালতে উপস্থিথ ছিলেন।

সে গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামের মৃত ওহাব আলী সরদারের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ৩৫ বছর পূর্বে রহমান সরদারের সাথে একই গ্রামের মুকুলী বেগমের বিয়ে হয়। তাদের ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর সকালে পারিবারিক কলহের জের ধরে কুঠার দিয়ে মুকুলীর মাথায় আঘাত করে রহমান। এতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মুকুলির মৃত্যু হয়।

এ ঘটনায় ওই দিনই মুকুলির ভাই দুলাল কাজী বাদী হয়ে গৌরনদী থানায় রহমানকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।

দুই মাস তদন্ত শেষে সত্যতা পেয়ে রহমানকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়।

মামলায় ১৯ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহন করে। এতে অনিচ্ছাকৃতভাবে হত্যা প্রমাণিত হওয়ায় বিচারক ওই আদেশ দেন।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।