বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রহমান সরদার রায় ঘোষনার সময় আদালতে উপস্থিথ ছিলেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ৩৫ বছর পূর্বে রহমান সরদারের সাথে একই গ্রামের মুকুলী বেগমের বিয়ে হয়। তাদের ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর সকালে পারিবারিক কলহের জের ধরে কুঠার দিয়ে মুকুলীর মাথায় আঘাত করে রহমান। এতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মুকুলির মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিনই মুকুলির ভাই দুলাল কাজী বাদী হয়ে গৌরনদী থানায় রহমানকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।
দুই মাস তদন্ত শেষে সত্যতা পেয়ে রহমানকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়।
মামলায় ১৯ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহন করে। এতে অনিচ্ছাকৃতভাবে হত্যা প্রমাণিত হওয়ায় বিচারক ওই আদেশ দেন।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএস/এমএমএস